প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

ভারতের সঙ্গে করা ‘গোপন চুক্তি’ প্রকাশ্যে আনার দাবি হাসনাতের

২০২৪ ডিসেম্বর ০৩ ১৯:৫১:৪৫
ভারতের সঙ্গে করা ‘গোপন চুক্তি’ প্রকাশ্যে আনার দাবি হাসনাতের

দ্য রিপোর্ট প্রতিবেদক:ভারতের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্কের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

একই সঙ্গে তিনি ফেলানী হত্যাসহ সীমান্তে সব হত্যার বিচার দাবি করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করা।

একই সঙ্গে ভারতের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিত করা, আন্ত নদীর পানির সুষম বণ্টনের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।

তিনি আরো বলেন, ফেলানীসহ সীমান্তে নিহতদের হত্যার বিচারের ব্যবস্থা করা উচিত সরকারের। ভারতের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণ করা।