প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত
চলতি বছরে ৫০০ ছাড়াল ডেঙ্গুতে মৃত্যু
২০২৪ ডিসেম্বর ০৩ ১৯:৫৪:৪৫দ্য রিপোর্ট প্রতিবেদক:এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫০৪ জনের।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৯ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯৩ হাজার ৬৮৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে
মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত সাতজনের মধ্যে চারজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া খুলনা বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৮৪২ ডেঙ্গু রোগী।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯০ হাজার ৬২২ জন ছাড়পত্র পেয়েছে।