প্রচ্ছদ » অপরাধ ও আইন » বিস্তারিত

পুলিশের ৪৮ কর্মকর্তার পদায়ন

২০২৫ জানুয়ারি ০২ ১০:২৬:১১
পুলিশের ৪৮ কর্মকর্তার পদায়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ পুলিশের ৪৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়

এদিকে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।