প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

বিশ্ব সাঁতারে সামিউল ও অ্যানি

২০২৫ মার্চ ০৭ ১২:৪৪:৪০
বিশ্ব সাঁতারে সামিউল ও অ্যানি

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের দুই সাঁতারু—সামিউল ইসলাম ও অ্যানি আক্তার। দুজনই নৌবাহিনীর সাঁতারু। আগামী ১১ জুলাই থেকে ৩ আগস্ট সিঙ্গাপুরে বসবে এবারের আসর।

সাঁতার ফেডারেশন সূত্রে জানা গেছে, বিশ্ব আসরে সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং অ্যানি ৫০ ১০০ মিটার ফ্রিস্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় সাঁতারের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৬.৯০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন সামিউল। আর গত বছর মে মাসে অনুষ্ঠিত জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন অ্যানি আক্তার।

সেই ফলাফলই তাদের বিশ্ব সাঁতারে যাওয়ার পথ করে দিয়েছে।