প্রচ্ছদ » জেলার খবর » বিস্তারিত

মাগুরার সেই শিশুকে নেওয়া হচ্ছে সিএমএইচে

২০২৫ মার্চ ০৮ ১৯:০০:১৭
মাগুরার সেই শিশুকে নেওয়া হচ্ছে সিএমএইচে

দ্য রিপোর্ট প্রতিবেদক:মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হচ্ছে।

শনিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিএমএইচের উদ্দেশে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হয়েছে।

এর আগে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার চিকিৎসায় চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গুরুতর অসস্থ অবস্থায় শিশুটিকে ঢামেকে আনা হয়। পরে শিশুটিকে ঢামেকের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) নেওয়া হয়। শুক্রবার (৭ মার্চ) রাতে পিআইসিইউতে চিকিৎসাধীন শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।