প্রচ্ছদ » শেয়ারবাজার » বিস্তারিত
বিএসইসির ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রাশেদ মাকসুদ
২০২৫ মার্চ ১১ ১০:৩৩:২০
দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, বিএসইসিতে যে ঘটনা সংঘটিত হয়েছে তা মারাত্মক ঘটনা, যেটা দেশে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের ঘটনা ন্যক্কারজনক। সারা পৃথিবীতে কোন রেগুলেটরি সংস্থায় এই প্রথম ঘটলো। এটা জাতীয় জীবনে চরম দুঃখজনক অধ্যায়। বিএসইসির সামগ্রিক ঘটনার ব্যাপারে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন এজেন্সিও অবগত আছে।
সোমবার (১০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সাথে কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।
বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।