প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
ট্রেনে ঈদ যাত্রা : ২৭ মার্চের টিকিট মিলছে আজ
২০২৫ মার্চ ১৭ ১০:১৭:১৩
দ্য রিপোর্ট প্রতিবেদক:ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার (১৪ মার্চ) থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার চতুর্থ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন আগামী ২৭ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
দুপুর ২টায় মিলবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।
এবারের ঈদ যাত্রায় টিকিটের ১০০ শতাংশ বিক্রি অনলাইনে হবে। পূর্ব এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের সুবিধার্থে আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ মার্চ মিলবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ পাওয়া যাবে ২৭ মার্চের টিকিট।
এ ছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে। এ ছাড়া চাঁদ দেখার ওপর ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।
ঈদ যাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া বিগত বছরগুলোতে ঈদ যাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাত বাংলাদেশ রেলওয়ে।
কিন্তু এবার সেটি কমিয়ে পাঁচ জোড়া করা হয়েছে।