প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

ভারতকে হারাতে না পারলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

২০২৫ এপ্রিল ০৩ ১৫:০৫:৫১
ভারতকে হারাতে না পারলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক:গেল মাসের ফিফা উইন্ডোটা বাংলাদেশ মনে রাখবে অনেক দিন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে যে অবশেষে নিজেদের করে পাওয়া গেছে এই উইন্ডোয়! তা অবশ্য আরও একটু বেশি স্মরণীয় হয়ে থাকত ভারতকে হারানো গেলে, তাহলে প্রায় ২৬ বছর পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ভারতকে হারানোর তৃপ্তি সঙ্গী হতো দলের।

শেষমেশ তা হয়নি, তাতে আফসোসেই পুড়তে হয়েছে দলের সবাইকে। তবে এই ড্রও বাংলাদেশকে অর্জনের খাতায় কম কিছু দেয়নি। এই ড্রয়ের ফলে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যদের ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

গেল মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৫তম স্থানে। ভারতের বিপক্ষে এরপর গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এরপর ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে ফিফা র‍্যাংকিংয়ের ১৮৫ নম্বর থেকে ১৮৩তম স্থানে উঠে এসেছে দল।

শীর্ষস্থানটা আর্জেন্টিনার দখলেই আছে। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা গেল মাসে হারিয়েছে উরুগুয়ে ও ব্রাজিলের মতো দুই দলকে। তাতেই ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ধরে রেখেছে শীর্ষস্থানটা।

আরেক লাতিন পরাশক্তি ব্রাজিলের উইন্ডোটা অবশ্য ভালো কাটেনি। আর্জেন্টিনার কাছে হজম করতে হয়েছে ৪ গোল। তবে এরপরও তাদের অবস্থানে পরিবর্তন হয়নি। ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে তাদের ফিফা র‍্যাঙ্কিংয়ে অবস্থানটাও আছে আগের মতো ৫ নম্বরেই।