প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
ভারতের লক্ষ্য নিয়ে পাকিস্তান গেল বাংলাদেশ
২০২৫ এপ্রিল ০৩ ১৫:০৮:০৬
দ্য রিপোর্ট ডেস্ক:আসছে নারী ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতে। তবে বাংলাদেশ সেখানে খেলতে পারবে কি না, তা এখনও নিশ্চিত নয়। সেটা নিশ্চিত হবে আসছে বিশ্বকাপ বাছাইপর্বে। সেটা খেলতে হবে পাকিস্তানে।
ভারতের মাটিতে বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে আজ পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। আজ সকাল ১০টা ১৫ মিনিটে পাকিস্তানের বিমানে চেপে বসেছে বাংলাদেশ দল।
৯ এপ্রিল লাহোরে শুরু হবে বাছাইপর্বের লড়াই। বাংলাদেশের প্রথম খেলা অবশ্য দ্বিতীয় দিন। ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে খেলবেন নিগাররা। এরপর আয়ারল্যান্ড, আর স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৭ আর ১৯ এপ্রিল যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে সে দুই ম্যাচই ঠিক করে দেবে শীর্ষ দুই দল হিসেবে বিশ্বকাপে যাবে কারা।
টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ দুটো প্রস্তুতি ম্যাচও পাবে। আগামী শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচ। ৭ এপ্রিল সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
নারী ওয়ানডে বিশ্বকাপে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। আরও দুটি দল যাবে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে। ৬ দলের রাউন্ড রবিন পদ্ধতির এই লিগের শীর্ষ দুই দল যাবে ভারতে।
দুই দলের একটি যদি পাকিস্তান হয়, তাহলে তারা ভারতে যাবে না। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হওয়া চুক্তি অনুসারে হাইব্রিড পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট, যেখানে পাকিস্তান অন্য কোনো দেশের নিরপেক্ষ ভেন্যু ব্যবহার করবে।