প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
ভারতের মাঠে প্রথমার্ধে এগিয় থেকেও জয় পায়নি যুবারা
২০২৫ মে ১০ ০০:৩১:৫৮
দ্য রিপোর্ট ডেস্ক:ভারতের মাঠে লড়াই করে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ যুব দল। কিন্তু দ্বিতীয়ার্ধে অগোছালো ফুটবলের কারণে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি যুবারা। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে বাংলাদেশ।
শুক্রবার অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও রিফাত কাজী।
আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের শীষ্যরা।
ম্যাচের প্রথম ৪৫ মিনিট ভালোই খেলেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর ১২ মিনিটেই লিড নেয় তারা। মালদ্বীপের এক খেলোয়াড়ের ভুল পাসের সুযোগটাই লুফে নেন নাজমুল। প্রতিপক্ষের ডি–বক্সও অনেকটা অরক্ষিত পেয়ে যান, বাংলাদেশ অধিনায়ক সেটারই সদ্ব্যবহার করেন লম্বা শটে গোল করে।
বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। ৪৪ মিনিটে নাজমুলের নেওয়া কর্নার থেকে ভেসে আসা বলে শট নিতে গিয়ে জায়গা খুঁজে পাননি মিঠু চৌধুরী। খানিকটা বুদ্ধি খাটিয়ে হাওয়ায় ভাসিয়ে বল প্রতিপক্ষের গোলমুখে পাঠান। আর সেই বলে মাথা ছুঁয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত।
প্রথমার্ধে গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দেখা যায় উল্টো চিত্র। দ্বিতীয়ার্ধে দুই গোল করে ম্যাচ ড্র করে মালদ্বীপ।