প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

আ.লীগের রাজনীতি নিষিদ্ধ: ক্যাম্পাসে ক্যাম্পাসে উল্লাস

২০২৫ মে ১১ ০১:২২:০১
আ.লীগের রাজনীতি নিষিদ্ধ: ক্যাম্পাসে ক্যাম্পাসে উল্লাস

দ্য রিপোর্ট প্রতিবেদক:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর ঘোষণার পরপরই বাঁধভাঙা উল্লাস শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

শনিবার (১০ মে) রাত ১১টার পর থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বের হয়ে আনন্দ মিছিল শুরু করেন। বিশ্ববিদ্যালয় সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত-

আওয়ামী লীগ নিষিদ্ধের খবরেশনিবার (১০ মে) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকেআনন্দ মিছিল শুরু করেন চবি শিক্ষার্থীরা।মিছিলটিএফআর রহমান হল অতিক্রম করে শহিদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এল, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’, ‘লীগ নিষিদ্ধ চায়নি যারা, স্বৈরাচারের সঙ্গী তারা’, ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “৫ আগস্ট হাসিনার পতন হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। দেশে আর কোনোস্বৈরাচার যেন মাথাচাড়া না দিতে পারে, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নাইম বলেন, “আজআমাদের বিজয়ের দ্বিতীয় ধাপ পূরণ হয়েছে। প্রথম ধাপ ৫ আগস্টের বিজয়। তৃতীয় ধাপ হাসিনার ফাঁসি। চূড়ান্ত ধাপ, দেশকে আমূল সংস্কার করা। এখন থেকে আওয়ামী লীগের অনলাইন-অফলাইনে কোনোধরনের কার্যক্রম দেখলে সরাসরি আইনের হাতে তুলে দিবেন। আজ দেশের বুকে আওয়ামী লীগের কবর রচিত হলো।”

এদিকে,আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায়বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে শোকরানা নামাজ পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তারাক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি)

আওয়ামী লীগ নিষিদ্ধে শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে মিছিল বের করেন রাবিরসাধারণ শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল প্রদক্ষিণ করেন তারা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় মূল ফটকে অবস্থান নেন তারা।

এ সময় ‘ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ইত্যাদিস্লোগান দেন তারা।

বৈষম্যবিরোধী আন্দোলনের রাবিরসাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, “আজআমাদের বিজয়ের দিন। বাংলাদেশে আবার আওয়ামী লীগের মতো যদি কোনো দল হায়েনা হয়ে ওঠার চেষ্টা করে, তাদেরও বাংলাদেশের জনগণে উচ্ছেদ করবে। অন্তবর্তীকালীন সরকার বলেছেন ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করবেন। আমরা জানাতে চাই ৩০ দিন যেন ৩১ দিন না হয়।”

রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, “আওয়ামী লীগ ১৭ বছরে যে ফ্যাসিজম করেছে, তারা এ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগনিষিদ্ধের খুশিতে সারা বাংলাদেশে আজ বিজয় মিছিল বের হয়েছে। এখনো যেসব দালালদের বিচার করা হয়নি, তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যেসব দালাল শিক্ষক শ্রেণিকক্ষে আওয়ামী পুর্নবাসনের চেষ্টা করে, তাদের শিক্ষার্থীরা অবাঞ্চিত ঘোষণা করবে। সিপিপি, বাসদ, জাসদসহ সব দালাল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।”