প্রচ্ছদ » অপরাধ ও আইন » বিস্তারিত

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

২০২৫ জুন ১৮ ১৪:৫২:৪০
হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

দ্য রিপোর্ট প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলাতেও সাবেক মেয়রকে শ্যোন এরেস্ট দেখায়।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন কাদিরের আদালত এ আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজল হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে আইভীর আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এদিন আদালতে আনা হয়নি আইভীকে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালিভাবে যুক্ত হন তিনি।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সজল মিয়া। তিনি একটি জুতার কারাখানায় কাজ করতেন। এ ঘটনায় চলতি বছরের ১৬ মে নিহত সজলের মা রুনা বেগম বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় ২১৬ জনের নামে উল্লেখ করা হয়।

এর আগে গত ৯ মে সকালে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় আইভীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ মেয়রকে আসামি করা হয়েছে।