প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

শান্তর ওপর আস্থা রাখছেন অধিনায়ক মিরাজ

২০২৫ জুলাই ০১ ১১:০৯:৪৬
শান্তর ওপর আস্থা রাখছেন অধিনায়ক মিরাজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তার প্রতি অপমান ফিরিয়ে দিয়েছেন নাজমুল হোসেন টেস্ট নেতৃত্ব ছেড়ে দিয়ে। তিনি যেভাবে অপমানিত হয়েছেন, নেতৃত্ব ছেড়ে দিয়ে নিজের সম্মান রক্ষা করলেন এই বাঁ-হাতি ব্যাটার।

তবে ওয়ানডে সিরিজের আগে দলে একটা গুমোট ভাব। আগেরদিন অনুশীলন নিয়েও প্রধান কোচ ফিল সিমন্স কিছুটা বিরক্ত ছিলেন। আবার নিজেদের প্রিয় ফরম্যাটে ফেরায় কিছুটা স্বস্তি পাচ্ছে বাংলাদেশ।

যদিও ওয়ানডেতেও ধুঁকছে বাংলাদেশ। আগামীকাল বুধবার স্বাগতিকদের বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল।

শ্রীলংকা সফরে প্রথম টেস্টে ড্র এবং দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের পর নাজমুল সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। এতে অনেকে অবাক হয়েছেন। দলে এর যেন নেতিবাচক প্রভাব না পড়ে সেই চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।

নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সতীর্থ ও বন্ধু নাজমুলের সঙ্গে নিয়মিত কথা বলছেন। অনুশীলনের মাঠে সবার আগে নাজমুলের সঙ্গে আলোচনা করছেন মিরাজ। নাজমুলের ওপর পূর্ণ আস্থা রাখছেন নতুন অধিনায়ক। মিরাজের ধারণা, মাঠে দুজন মিলে সিদ্ধান্ত নেবেন।

বিসিবি বলছে, বাংলাদেশের ক্রিকেট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে কীভাবে ম্যানেজমেন্টের কাজ নিয়ন্ত্রণ করতে হয়, যেন জানা নেই পরিচালকদের! কালও বাংলাদেশ সময়মতো অনুশীলন করেছে।

বিসিবির পাঠানো ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীলংকান এক ভক্ত নাজমুলের সঙ্গে ছবি তোলার আবদার করলে তিনি তার দাবি মিটিয়েছেন। অনুশীলন করেছেন নাজমুল পাওয়ার হিটিং শটে।

জাতীয় দলের হয়ে মাঠে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন মোহাম্মদ নাঈম। ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদকে নিয়েও দলের প্রচণ্ড আগ্রহ। শ্রীলংকাও তাসকিনকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। প্রথম ওয়ানডেতে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদকে দিয়ে পেস আক্রমণ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট।

কাল অনুশীলনে তাদের দিকে বাড়তি মনোযোগ ছিল কোচদের। পারভেজ হোসেনকে নিয়ে আলাদা ক্লাস করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। আগামীকাল জিতলেই শুধু সমালোচনা থেকে বের হতে পারবে বিসিবি।