প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

২০২৫ জুলাই ০৪ ০৯:৪৩:২৮
আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

দ্য রিপোর্ট প্রতিবেদক:উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অপরাধীদের বিরুদ্ধে বদলি, বিভাগীয় ব্যবস্থা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চ ও নিম্ন আদালতে ফ্যাসিস্টদের বহাল রেখে যতই আমরা স্বাধীন বিচারব্যবস্থা করি না কেন, এর সুবিধাভোগী এরাই হবে। আমাদের পরিষ্কার বক্তব্য, উচ্চ ও নিম্ন আদালত ফ্যাসিস্টমুক্ত হতে হবে। এরপর স্বাধীন বিচারব্যবস্থা সত্যিকার অর্থে কার্যকর হবে।

বদলি, বিভাগীয় ব্যবস্থা যথেষ্ট নয় মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, অপরাধের জন্য নির্দিষ্ট করে শুধু চাকরি গেলে হবে না, অপরাধের জন্য তাদের বিচারও করতে হবে। যদি আমরা সেটি নিশ্চিত করতে পারি, তাহলে সত্যিকার অর্থে স্বাধীন বিচারব্যবস্থা কার্যকর হবে।

রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি–পেশার মানুষকে ফ্যাসিস্টরা অবৈধভাবে সাজা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ফ্যাসিস্টদেরকে যেন আমরা রক্ষা না করি, আমরা চাই উচ্চ ও নিম্ন আদালতে যাতে ফ্যাসিস্টের দোসররা না থাকে।