প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
তানভিরের ৫ উইকেট, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
২০২৫ জুলাই ০৬ ০৫:৪৬:২৩.jpg)
দ্য রিপোর্ট ডেস্ক:ঘটনাবহুল ৪৯তম ওভারে আসিথা ফার্নান্দোর অফ স্টাম্প উপড়ে দিলেন তানজিম হাসান সাকিব। উল্লাসে ফেটে পড়ল বাংলাদেশ দল।
১৬ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরাল টাইগাররা।
এই জয় শুধু সিরিজ বাঁচানো নয়, প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয় হিসেবেও ইতিহাসে লেখা হয়ে থাকল। আর সবশেষ সাত ম্যাচ পর এই ফরম্যাটে জয়ের মুখ দেখল টাইগাররা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই তানজিদ হাসান (৭) বিদায় নেন। তবে দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ও শান্তের ৬৩ রানের জুটি দলকে কিছুটা ভিত দেয়। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেওয়া পারভেজ খেলেন ৬৯ বলে ৬৭ রানের দারুণ ইনিংস। শান্ত (১৪), মিরাজ (৯), শামীম (২২) ও জাকের (২৪) কেউই ইনিংস বড় করতে পারেননি। তখন হাল ধরেন তাওহিদ হৃদয়। লড়াকু ৫১ রানের ইনিংস খেলে রান আউট হন তিনি।
শেষদিকে ঝড় তোলেন তানজিম হাসান সাকিব। ২১ বলে ৩৩ রানের ইনিংসে মারেন দুটি চার ও দুটি ছক্কা। মুস্তাফিজকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে যোগ করেন গুরুত্বপূর্ণ ৩০ রান, যা দলকে পৌঁছে দেয় ২৪৮ রানে।
লঙ্কানদের পক্ষে আসিথা ফার্নান্দো তুলে নেন ৪ উইকেট—ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার।
২৪৯ রানের লক্ষ্য দিয়ে ফিল্ডিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই পাথুম নিসাঙ্কা (৫)-কে ফেরান তানজিম। এরপর নামে কুশল ঝড়। মাত্র ২০ বলেই ফিফটি করেন লঙ্কান অধিনায়ক। ৩১ বলে ৫৬ রান করা কিপার-ব্যাটারকে থামান তানভির ইসলাম।
এর আগে নিশান মাদুশকা (১৭)-কে ফিরিয়ে ভাঙেন ৬৯ রানের জুটি। এরপর চারিথ আসালাঙ্কা (৬) ও কামিন্দু মেন্ডিসকে (৩৩) ফিরিয়ে চাপ বাড়িয়ে দেন স্পিনাররা।
আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই বাজিমাত করেন তানভির ইসলাম। ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে নেন ৫টি উইকেট—যা ম্যাচের ফল ঘুরিয়ে দেয়।
শেষদিকে একাই লড়াই করেন জানিথ লিয়ানাগে। ২২ ও ৪২ রানে জীবন পাওয়া এই ব্যাটার ৮৫ বলে করেন ৭৮ রান। চামিরার (১২*) সঙ্গে নবম উইকেটে ৫৮ রানের জুটি গড়ে ম্যাচে উত্তেজনা ফেরান তিনি।
তবে ৪৮তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে ফিরতি ক্যাচ দিয়ে থেমে যান লিয়ানাগে।
শেষ ওভারে উত্তেজনার ঘনঘটা। ওভারের তৃতীয় বলে কট-বিহাইন্ডের জোরালো আবেদন প্রত্যাখ্যাত হলে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ, তবে সেটি ছিল ব্যর্থ। ঠিক পরের বলেই ফিরে আসা একটি ক্যাচ ধরতে পারেননি বোলার তানজিম। তবে পঞ্চম বলেই অফ স্টাম্প উপড়ে দিয়ে বোল্ড করেন আসিথা ফার্নান্দোকে—সেই সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গোটা বাংলাদেশ দল।
তিন ম্যাচের সিরিজে দুই দলই এখন ১-১ এ সমতায়। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হবে মঙ্গলবার, পাল্লেকেলেতে।