প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

মধ্যরাতেই নারী দলের সংবর্ধনা, ভক্তদের নানা পরিকল্পনা

২০২৫ জুলাই ০৬ ০৫:৪৭:৫৫
মধ্যরাতেই নারী দলের সংবর্ধনা, ভক্তদের নানা পরিকল্পনা

দ্য রিপোর্ট ডেস্ক:টানা দুই সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ার পর নিজেদের আরও একধাপ ওপরে নিয়ে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূল পর্বে নাম লিখিয়েছেন আফঈদা- ঋতুপর্ণারা।

মিয়ানমারে বাছাই পর্বের তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। বাছাই পর্ব শেষে আজ রাত ১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছাবে। এরপর রাত ২টা ৩০ মিনিটে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে তাদের সংবর্ধনা দেওয়া হবে।


মধ্যরাতে সংবর্ধনা হলেও প্রিয় দলকে বরন করে নিতে প্রস্তুতি নিচ্ছে দেশের ফুটবল সমর্থকরা। নিকট অতীতে দেশের কোনও ফুটবল দলকে এমন মধ্য রাতে সংবর্ধনা দেওয়ার নজির নেই। পরের দিন কিছু ফুটবলার ভুটানে লিগ খেলতে চলে যাওয়ার কারণে বাফুফের এমন অভিনব আয়োজন।

শনিবার ধানমন্ডি স্পোর্টস ক্লাবে প্রদর্শনী ম্যাচ শেষে তাবিথ আউয়াল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নারী দলের জন্য আজ পুরো পৃথিবী বাংলাদেশকে নতুন করে চিনছে। আমরা তাদের নিয়ে গর্বিত। এই সফলতার জন্য কিছু পুরস্কারের সিদ্ধান্ত নেবো আমরা। এ ছাড়া ব্যক্তিগতভাবে কীভাবে তাদের উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া যায় সেই উদ্যোগও আমরা নেবো। ’

সাফে টানা চ্যাম্পিয়ন হওয়ায় দলের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল। তা এখনও দেওয়া হয়নি। তারওপর মিয়ানমারে এসেছে আরেকটি সাফল্য।

তাবিথ আশা দিয়ে বলেছেন, ‘নারীদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করবো। নারী সাফের জন্য যে অর্থ বরাদ্দের কথা বলা হয়েছিল সেটা এখনও তারা পায়নি। আশা করি শিগগিরই তা পেয়ে যাবে। আগামী কয়েক মাসে আর্থিকভাবে কোনও নারী ফুটবলার পিছিয়ে থাকবে না। অন্য আর কী পেতে পারে তাও দেখা হচ্ছে। ’

দেশের ফুটবলের বিভিন্ন সমর্থক গোষ্ঠী এর মধ্যেই প্রিয় দলকে বরন করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করেই এই সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। এছাড়া মাঝরাতে অনুষ্ঠান হওয়ায় পুরো প্রস্তুতি নিতে পারছে না সমর্থকরা। তবে নিজেদের অবস্থান থেকে দলকে ভালোবাসা জানাতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন তারা।