প্রচ্ছদ » শেয়ারবাজার » বিস্তারিত
প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন
২০২৫ জুলাই ০৮ ০২:৩০:৫৩
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৭ জুলাই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮২.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৭৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৫.৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৬.৮৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৭৮টি কোম্পানির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির।
এদিন ডিএসইতে মোট ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১৩.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৪৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪.১৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮১২ পয়েন্টে, শরিয়াহ সূচক ৮.০৬ পয়েন্ট বেড়ে ৮৮০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২০০.৫১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৩১ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৪টি কোম্পানির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।
সিএসইতে ৪৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৪৫ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।