প্রচ্ছদ » জেলার খবর » বিস্তারিত
দেশে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
২০২৫ জুলাই ১০ ২৩:৫৫:৪৬
দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা চাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমাদের ছেলেরা চাকরি পাবে। দেশে অন্যায়-দুর্নীতি থাকবে না।
আমরা চাঁদাবাজ, সন্ত্রাস থেকে দেশকে মুক্তি দিতে চাই। তিনি আরও বলেন, অনেকেই এখন গণঅভ্যুত্থানকে স্বীকার করতে চায় না। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারেজন্ম না হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরের উন্মুক্ত মঞ্চে এনসিপি নড়াইল জেলা শাখার আয়োজনে আয়োজিত এক সভায় এসব কথা বলেন নাহিদ।
এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল নতুন দেশ গড়ার জন্য, প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য। তরুণরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ গড়ার আহ্বান জানিয়ে মাঠে নেমেছিল।
তিনি বলেন, অভ্যুত্থানের এক বছর পরও জুলাই শহীদ ও আহতদের আমরা সম্মান দেখাতে পারিনি। আমাদের স্বপ্ন ছিল দলমত নির্বিশেষে নতুন করে দেশ গড়ব। কিন্তু আমরা আস্থা রাখতে পারিনি।
নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে মাঠে নেমেছি। তা আদায় করতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ভোটের আগে টাকার কাছে ব্যক্তিত্ব বিক্রি করে নিজের, দেশ ও জাতির ক্ষতি করবেন না। আমরা যেন কোন ব্যক্তির দাস না হয়ে যাই।
তিনি বলেন, স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা দেশের সব জেলায় যাব, জনগণের মতামত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করব।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা শুনছি শাপলা প্রতিক আমাদের দেওয়া হবে না। নির্বাচন কমিশন মিটিং করার আগেই কীভাবে এই খবর প্রচার হলো? ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে। আপনাদের রিমোট কন্ট্রোল কাদের হাতে তা আমরা জানি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, খুলনাঞ্চলের অঞ্চল পরিচালক মোল্যা রহমতউল্লাহ, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, মাহবুবা সুলতানা রিমি।
এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলা কমিটির প্রধান সমন্বয়ক এম শাব্বির আহমেদ, যুগ্ম সমন্বয়ক মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।