প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
টি-টোয়েন্টিতে হারে শুরু বাংলাদেশের
২০২৫ জুলাই ১১ ০০:০৪:৫৮
দ্য রিপোর্ট ডেস্ক:শ্রীলংকার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। সুযোগ ছিল টি-টোয়েন্টিতে নিজেদের প্রমাণ করার।
তবে হার দিয়েই যাত্রা শুরু করল টাইগাররা। শ্রীলংকা বিপক্ষে সাত উইকেটের বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের।
পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
১৫৪ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই লঙ্কান ওপেনার। ৪.৪ ওভারে (২৮ বল) ৭৮ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ১৬ বলে ৪২ রান করে মিরাজের বলে আউট হন নিশাঙ্কা। কুশল মেন্ডিস খেলেন ৫১ বলে ৭৩ রানের ইনিংস। ১২০ রানের মাথায় তিনি আউট হন সাইফউদ্দিনের বলে।
কুশল পেরেরা ২৫ বলে খেলেন ২৪ রানের ইনিংস। তাকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন রিশাদ হোসেন। জয়ের জন্য লঙ্কানদের বাকি কাজটা সেরে দেন আভিষ্কা ফার্নান্দো (১১) ও চারিথ আসালাঙ্কা (৮)।
শ্রীলঙ্কায় এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথমে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ২ ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে ১-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। এরপর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে।
এবার লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ শুরু করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটিতে হারলো টাইগাররা। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই ডাম্বুলায় ও ১৬ জুলাই কলম্বোয়।