প্রচ্ছদ » অপরাধ ও আইন » বিস্তারিত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

২০২৫ জুলাই ১৩ ০৯:২৮:০৩
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে অজ্ঞাতনামা যুবকরা। ককটেলটি রাস্তায় বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

শনিবার (১২ জুলাই) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গোয়েন্দা সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল হঠাৎ করে দ্রুতগতিতে এসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল ছুঁড়ে দিয়ে নটরডেম কলেজের দিক দিয়ে দ্রুত সরে যায়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

তবে পুলিশ বলছে, বিস্ফোরণের ঘটনাটি বিএনপি কার্যালয়ের সামনে নয়, পাশে থাকা চায়না টাউন মার্কেটের সামনে ঘটেছে।

বিষয়টি জানতে পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এটি বিএনপি অফিসের সামনে নয়, সম্ভবত চায়না টাউন মার্কেটের পশ্চিম পাশে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।