প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
লঙ্কানদের ধসিয়ে বড় জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
২০২৫ জুলাই ১৪ ০৯:৪৭:৪১
দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ রোববার (১৩ জুলাই) দাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ব্যাটে-বলে সমান আধিপত্য দেখিয়ে লিটন দাসের দল একরকম নিশ্চিত জয়ই তুলে নিয়েছে।
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের তোপে ২৫ রানেই ৪ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। এরপর নিশাঙ্কা ও শানাকার ব্যাটে কিছুটা প্রতিরোধের চেষ্টা দেখা গেলেও, এক ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেন রিশাদ হোসেন। তাঁর ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৯৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।
বাংলাদেশের পক্ষে রিশাদ একাই ৩ উইকেট শিকার করেন, যেখানে শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন প্রত্যেকে নেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (লিটন ৭৬, শামীম ৪৮, হৃদয় ৩১; বিনুরা ৩/৩১)।
শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ৯৪ (নিশাঙ্কা ৩২, শানাকা ২০; রিশাদ ৩/১৮, শরিফুল ২/১২, সাইফুদ্দিন ২/২১)।
ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী।