Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

‘রাম রহিম’ ছবির আইটেম গানে সানি

২০১৭ অক্টোবর ১২ ১২:৩৭:৪৮
‘রাম রহিম’ ছবির আইটেম গানে সানি

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের বিতর্কিত ধর্মগুরু বাবা রাম রহিম সিংয়ের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এ খবর পুরনো। নতুন সংবাদ হল এই ছবির একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সানি লিওনকে।

তবে আসল সানি লিওন নচবেন না এতে। বরং সানি লিওনের মতো দেখতে কাউকে এ ছবিতে নেয়া হবে। ছবির নায়িকা রাখি সাখাওয়ান্ত এ তথ্য জানিয়েছেন।

ছবিটিতে সানি লিওনের চরিত্র রাখার কারণ হিসেবে রাখি জানান, বাবার সঙ্গে সানি দেখা করেছিলেন। বাবার সামনে ‘পারফর্মেন্স’ও করেছিলেন তিনি। রাখির দাবি, বাবা সম্পর্কে সব সত্য তথ্য ছবিতে দেখানো হবে।

ধর্ষণের দায়ে রাম রহিম সিং এখন জেলের ঘানি টানছেন। আত্মসমর্পণ করেছেন তার সহকারী ও পালিত কন্যা হানিপ্রীত। ছবিতে হানিপ্রীতের অংশও থাকবে।

‘আমার ওপরও বাবার কুনজর ছিল। কিন্তু হানিপ্রীত সবসময় চলে এসেছে এবং বাবাকে বলেছে তুমি সব মেয়ের সঙ্গে যা ইচ্ছে করো। কিন্তু রাখির সঙ্গে এসব করো না। কারণ সে অনেক বড় তারকা। রাখির সঙ্গে কিছু করলে অনেক ঝামেলা হবে’। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাখি।

সূত্র জানিয়েছে, এ ছবির শ্যুটিং শেষ হচ্ছে আগামী জানুয়ারিতে।সিনেমাটি পরিচালনা করছেন রাকেশ সাওয়ান্ত।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১২, ২০১৭)