Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

ছবির শুটিং করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শাকিব-বুবলী

২০১৭ ডিসেম্বর ২৪ ১৩:৪৫:১৯
ছবির শুটিং করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শাকিব-বুবলী

দ্য রিপোর্ট ডেস্ক : চলতি মাসেই আশিকুর রহমান পরিচালিত ‘সুপারহিরো’ ছবির শুটিংয়ে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শাকিব-বুবলী। এর পরই ‘কিছু কিছু মানুষের জীবনে’ ছবির কাজ শুরু করবেন বলে জানান নির্মাতা।

শাকিব-বুবলী জুটির নতুন ছবি ‘স্বপ্নের বাসর’। এ ছবির নামকরণের নেপথ্যে ঘটনা প্রকাশ করলেন ছবির পরিচালক এফআই মানিক ও ছবির নায়িকা বুবলী। ‘স্বপ্নের বাসর’ ছবির ‘কিছু কিছু মানুষের জীবনে’ গানটি থেকে নামকরণ করা হয়েছে এ জুটির নতুন ছবির।

মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা এই গানের কলি থেকে ছবির নাম নির্বাচন নিয়ে পরিচালক এফ আই মানিক বলেন, “আমার নতুন ছবির গল্পের সঙ্গে ‘কিছু কিছু মানুষের জীবনে’ গানের যথেষ্ট মিল আছে। সে কারণেই এই গানের কলি থেকে ছবির নাম রাখা।”

বুবলী জানান, নামের মতো ছবির গল্পে ভিন্নমাত্রা যোগ হয়েছে। গল্পে আছে নানা চড়াই-উতরাই, যা দর্শকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৪, ২০১৭)