Airtel & Robi User Only

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

বিএনপি ২২ ফেব্রুয়ারি ঢাকায় জনসভা করতে চায়

২০১৮ ফেব্রুয়ারি ১৬ ১২:৩৭:২৪
বিএনপি ২২ ফেব্রুয়ারি ঢাকায় জনসভা করতে চায়

দ্য রিপোর্ট প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, অনশন, গণস্বাক্ষর, স্মারকলিপির পর জনসভা করতে যাচ্ছে বিএনপি।

২২ ফেব্রুয়ারি ঢাকায় জনসভা করার এই সিদ্ধান্ত হয়েছে বলে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি বিএনপির উদ্যোগে আমরা ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ হবে।’

সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে কোনো একটি জায়গায় জনসভা করতে চায় বিএনপি।

এ জন্য অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান রিজভী।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৬, ২০১৮)