Airtel & Robi User Only

প্রচ্ছদ » ক্রিকেট » বিস্তারিত

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

২০১৮ জুন ০৭ ২০:২৬:৫৬
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: দেরাদুনে বৃহস্পতিবার সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টির লড়াইয়ে টস হেরে বোলিংয়ে নেমেছে সাকিব আল হাসানের দল।

সিরিজটা শুরু হওয়ার আগে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও প্রথম দুই ম্যাচ শেষে আফগানরা নিজেদের নিয়ে গেছে ওপরে। তিন ম্যাচে এ পর্যন্ত মাঠে নেমে এক ম্যাচ জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে দুই ম্যাচে।

ভারতের মাঠে আফগানদের বিপক্ষে সিরিজের শুরু থেকেই মাইলফলকের সামনে দাঁড়িয়েছিলেন দলপতি সাকিব। ৪৯৯ উইকেট নিয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার অপেক্ষায় এক উইকেটের। প্রথম ম্যাচে নিয়েছিলেন এক উইকেট। দ্বিতীয় ম্যাচে ঝুলিতে পুরতে পারেননি একটি উইকেটও।

শেষ ম্যাচে যদি রেকর্ডের সঙ্গে দলের জয়েও অবদান রাখতে পারেন দলনায়ক। তবে তৃতীয় অলরাউন্ডার হিসেবে ঢুকে পড়বেন তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান আর ৫০০ উইকেটের বিরল এক ক্লাবেতো ঢুকবেনই সঙ্গে দলও বাঁচবে চুনকামের লজ্জা থেকে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৭, ২০১৮)