Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

অর্জুন-মালাইকার বিয়ের দিনক্ষণ প্রকাশ

২০১৯ জানুয়ারি ১০ ১২:১২:০২
অর্জুন-মালাইকার বিয়ের দিনক্ষণ প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক : অবশেষে ১২ বছরের বড় বলি আইটেম কুইন মালাইকা অরোরাকেই বিয়ে করছেন বলি পরিচালক বনি কাপুর তনয় অভিনেতা অর্জুন কাপুর। বিয়ের দিন-তারিখও ঠিক করেছেন তারা।

এর আগে ফিল্মফেয়ার সূত্রে খবর ছিল, ২০১৯ সালেই মালাইকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরিচালক বনি কাপুরপুত্র অর্জুন কাপুর।

এক ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসের শেষে কিংবা এপ্রিলের শুরুতে বিয়ের পিঁড়িতে বসবেন আরবাজ খানের সাবেক স্ত্রী।

ইতিমধ্যে অর্জুনের সঙ্গে তার বিয়ের দিন, তারিখ নিয়ে নিজের টিমের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন বলিউডের এ অভিনেত্রী।

টিম মালাইকার প্রত্যেক সদস্য যাতে বিয়ের দিন উপস্থিত থাকতে পারেন, সে জন্যই বিয়ের দিনক্ষণ এখনই জানিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

তবে তেমন একটা ঢাকঢোল পিটিয়ে, জৌলুসময় বিয়ে হতে যাচ্ছে না সে বিষয়েও ইঙ্গিত দিয়েছে টিম মালাইকা।

পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের নিয়ে অনেকটা অনাড়ম্বর বিয়ে হতে যাচ্ছে মালাইকা ও অজুর্নের এমন খবরই ভাসছে বলিমহলে।

তবে নিজেদের বিয়ে বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি মালাইকা বা অর্জুন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি মুম্বাইয়ের লোখণ্ডওয়ালায় একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন অর্জুন ও মালাইকা।

২০১৯ সালে বিয়ের পর তারা কি ওই বাড়িতেই থাকছেন? বলিমহলে এমন প্রশ্ন ধ্বনিত হচ্ছে।

এ বিষয়ে অর্জুন বা মালাইকা কিছু না জানালেও বিয়ে বিষয়ে অর্জুন জানান, পরিবারের সম্মতি নিয়েই মালাইকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

সম্প্রতি 'কফি উইথ করণ'-এ অর্জুন কাপুরকে করণ জোহর জিজ্ঞেস করেন, তুমি কি সিঙ্গেল?

উত্তরে পাশে বসে থাকা বোন জাহ্নবীকে হতচকিত করে দিয়ে অর্জুন বলেন, না আমি সিঙ্গেল নই।

এমন উত্তরে মালাইকার প্রতি অর্জুনের ভালোবাসার যে প্রকাশ ঘটেছে তা রীতিমতো বুঝে গেছেন সিনেপ্রেমীরা।

বর্তমানে অর্জুন কাপুরের বয়স ৩৩ আর মালাইকার ৪৬ বছর চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১০, ২০১৯)