Airtel & Robi User Only

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

যশোরে বাঘারপাড়া ব্যাংকার’স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০১৯ মে ২৪ ২০:২৩:০৪
যশোরে বাঘারপাড়া ব্যাংকার’স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার যশোর শহরের জয়তী সোসাইটি মিলনায়তনে বাঘারপাড়া ব্যাংকারস ফোরামের ইফতার ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক এ এইচ এম মাহমুদ রিবন


যশোর প্রতিনিধি: বাঘারপাড়া ব্যাংকার’স ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোর শহরের জয়তী সোসাইটি মিলনায়তনে এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যশোরের এভিপি ও ব্যবস্থাপক মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোসাল ইসলামী ব্যাংক লিমিটিডের পরিচালক এ এইচ এম মাহমুদ রিবন। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইদ্রিস আলী, বাঘারপাড়া নাগরিক কল্যান সমিতির সভাপতি আলহাজ সাজ্জাদ হোসেন ও এক্সিম ব্যাংক যশোরের ব্যাবস্থাপক মো. ইউনুচ আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভ্রাতৃত্ব, পারস্পারিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সামাজিক উন্নয়নের জন্য বাঘারপাড়া ব্যাংকারস ফোরামের আত্মপ্রকাশ হয়েছে। ভবিষ্যতে সমাজের পিছিয়ে পড়া মানুষের সাহায্যে এ সংগঠন অগ্রণী ভূমিকা রাখবে বলে বক্তারা আশা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, বাঘারপাড়া ব্যাংকার’স ফোরামের আহবায়ক মু. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে বৃহত্তর যশোরের বিভিন্ন জেলায় কর্মরত প্রায় শতাধিক ব্যাংকার’স অংশ নেন। অংশ নেয়া সকলেই যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ২৪,২০১৯)