Airtel & Robi User Only

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

২০১৯ জুন ০৭ ২০:৩৪:৪৪
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। সাগরে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় এমন পূর্বাভাস দেয়া হয়েছে।

শুক্রবার আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সেই সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটির প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এ কারণে কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার বুলেটিনে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৭, ২০১৯)