Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

নুসরাতের ড্রিম বয় কে

২০১৯ সেপ্টেম্বর ১৪ ১০:৪৩:১৭
নুসরাতের ড্রিম বয় কে

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। পেয়ার কা পঞ্চনামা (২০১১), পেয়ার কা পঞ্চনামা টু (২০১৫) ও সোনু কে টিটু কি সুইটি (২০১৮) সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি।

গতকাল ‍শুক্রবার মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর ড্রিম গার্ল। রোমান্টিক, কমেডি, ড্রামা ঘরানার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা পাচ্ছে এটি।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী। যেহেতু সিনেমার নাম ড্রিম গার্ল, তাই সাক্ষাৎকারে বাস্তবে তার ড্রিম বয় সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে নুসরাত ভারুচা বলেন, ‘আমার ড্রিম বয় রণবীর কাপুর। তার প্রতি আমার অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে কারণ তিনি অভিনেতা হিসেবে খুবই সমৃদ্ধ।’

তিনি আরো বলেন, ‘তার কোনো সিনেমা দেখা বাদ দিই না। সত্যি বলতে তার সব সিনেমাই আমার পছন্দ। বারফি সবচেয়ে ভালো লেগেছে। রকস্টার সিনেমাটিও আমার ভীষণ পছন্দ। এতে হৃদয়স্পর্শী কিছু গান রয়েছে। আমি মনে করি, তার প্রতিটি সিনেমাই অনেক সুন্দর এবং এগুলোতে কিছু চমৎকার গানও রয়েছে।’

এ অভিনেত্রী জানান, গত বছর তার জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি খুবই অবাক হয়েছিলাম। তার স্বল্প সময়ের উপস্থিতি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৪,২০১৯)