
প্রচ্ছদ » শেয়ারবাজার » বিস্তারিত
লভ্যাংশ দিয়েছে বিডি ফাইনান্স, আজিজ পাইপ
২০২১ জানুয়ারি ১৭ ১৫:৫১:২১
দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানিবিডি ফিন্যান্স লিমিটেড ওআজিজ পাইপস লিমিটেডসমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশবিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।কোম্পানি দুটি বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমেনগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।।
৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছেবিডি ফিন্যান্স লিমিটেড। অন্যদিকে,৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আজিজ পাইপস লিমিটেড।
উল্লেখ্য,যাদের ব্যাংকে বিইএফটিএন সিমেস্টমস নেই, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
দ্য রিপোর্ট/এএস/১৭ জানুয়ারি,২০২১